সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে গুজব ছড়ালে সেই মাধ্যমগুলোকে আইনের আওতায় আনার ঘোষণা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯
- / ১৬৭০ বার পড়া হয়েছে
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে গুজব ছড়ালে সেই মাধ্যমগুলোকে আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সকালে টেলিভিশন দিবস উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউজে বিটিভি’র চট্টগ্রাম কেন্দ্র ও টিভি জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি আরো বলেন, সরকারকে কোনপ্রকার ভ্যাট-ট্যাক্স না দিয়েই কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভুইফোড় অনলাইন সংবাদ মাধ্যম বেপরোয়া ও অবৈধভাবে বিজ্ঞাপনের ব্যবসা করছে। তাদের নিয়ন্ত্রণেও সরকার উদ্যোগ নিয়েছে। এছাড়া বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে আগামী মাস থেকে বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠানমালা দৈনিক ১২ ঘন্টা করে সম্প্রচারের ঘোষণা দেন তিনি।




















