সামরিক উত্তেজনা নিয়ে সর্বদলীয় বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
চীনের সঙ্গে সামরিক উত্তেজনা নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সর্বদলীয় বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকেল সাড়ে ৫টায় শুরু হওয়া ওই বৈঠকে যোগ দেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, তৃণমূল কংগ্রেসের প্রধান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও শিবশেনার প্রধান ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী যাদব থেকারেসহ দেশটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
এনডিটিভির খবরে বলা হয়, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের আমন্ত্রণের সব দলের সভাপতিকে গতকাল সন্ধ্যায় আমন্ত্রণ জানানো হয়। তবে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের আম আদমি পার্টি, লালু যাদবের আরজেডি ও আসাদউদ্দিন ওয়াইসির এআইএমআইএম-ও আমন্ত্রণ না পাওয়ায় বিতর্ক তৈরি হয়েছে। সংসদে অন্তত ৫ সদস্য না থাকায় আলোচিত ওই দুই দলকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানানো হয়।