সামরিক আদালতে সাক্ষ্য দিলেন ক্ষমতাচ্যুত অং সান সু চি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১১:৫০ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
- / ১৫০০ বার পড়া হয়েছে
আটকের প্রায় আট মাসের মাথায় প্রথম সামরিক আদালতে সাক্ষ্য দিলেন মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি। তার বিরুদ্ধে আনা জনগণকে উস্কানি দেয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি।
চলতি বছরের জুন মাসে সেনা সরকারের অধীনে সু চি’র বিচার প্রক্রিয়া শুরু হয়। প্রথম আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান তিনি। তবে সংবাদকর্মীদের প্রবেশের সুযোগ দেয়া হয়নি নেইপিদোর বিশেষ আদালতে। এমনকি সু চি’র আইনজীবীদেরও সংবাদ মাধ্যমে কথা বলার বিষয়ে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক সু চি’র একজন আইনজীবী জানান, সেনা অভ্যুত্থানের সমালোচনা করে দেয়া দু’টি বিবৃতি নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন সু চি। গত ফেব্রুয়ারিতে তার দলের পক্ষে প্রকাশিত ওই বিবৃতিতে আন্তর্জাতিক সংগঠনগুলোকে সামরিক সরকারের সাথে কাজ না করার আহ্বান জানানো হয়।