সাভারে ১দফা দাবিতে শুরু হয়েছে বিএনপির সমাবেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
- / ১৫২৭ বার পড়া হয়েছে
সাভারের আমিনবাজারে খালেদা জিয়ার মুুক্তিসহ ১দফা দাবীতে শুরু হয়েছে বিএনপি’র সমাবেশ। এ সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই সাভার, আশুলিয়া ও ধামরাইসহ ঢাকা ও এর আশেপাশের বিভিন্ন প্রান্ত থেকে আমিনবাজারে আসতে শুরু করে দলীয় নেতা-কর্মীরা। সমাবেশ শুরুর আগে দুপুরের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল।
ঢাকা জেলা বিএনপি আয়োজিত এ সমাবেশে আবু আশফাকের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক নিপূণ রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটি’র সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়াও স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ বিএনপি’র কেন্দ্রীয় নেতারা সমাবেশে বক্তব্য রাখেন।
নেতা-কর্মীরা এসময় স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলে পুরো এলাকা।