সাভারে ফসলী জমির মাটি কেটে বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- আপডেট সময় : ০১:৩১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
সাভারে ফসলী জমির মাটি কেটে বিক্রি করায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বনগাঁও ইউনিয়নের বনগ্রাঁম এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাভারের আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তাসলিমা শিরিন। বনগ্রাঁম এলাকায় কয়েকদিন ধরে স্থানীয় কয়েকজন ভূমি দস্যু ব্যক্তি জোর পূর্বক ভাবে বিভিন্ন ফসলি জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রি করে দিয়ে আসছিলো। যার ফলে ফসলি জমি গভীর গর্তে পরিণত হয়। এসময় মাটি কাটার চারটি ভেকু ও আটটি ড্রাম ট্রাক জব্দ করা হয় ও জহিরুল ইসলাম নামের এক মাটি কাটার কন্ট্রাকটারকে নগদ দুই লক্ষ টাকা জরিমানা বা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। ফসলি জমির মাটি কেটে নতুন করে কেউ বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তাসলিমা শিরিন।























