সাভারে নারীকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা
- আপডেট সময় : ০১:৩০:৪০ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
- / ১৬০১ বার পড়া হয়েছে
সাভারে অজ্ঞাত এক নারীকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃওরা। সকালে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পাঠিয়েছে সাভার থানা পুলিশ।
পুলিশ জানায়, সাভারের ব্যাংক কলোনী এলাকায় রতন মিয়া নামের এক ব্যক্তির ছয়তলা ভবনের নিচতলায় সিঁড়ির পাশে ওই নারীর বস্তাবন্দি মরদেহ দেখতে পান বাড়ির মালিক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। রাতে কোন এক সময় দুর্বৃওরা ওই নারীকে হত্যা করেছে বলে জানায় পুলিশ। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাভার থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, কি কারণে ওই নারী হত্যাকান্ডের শিকার হয়েছেন তা তদন্ত করা হচ্ছে।
মেহেরপুরের গাংনীর পোড়াপাড়া গ্রামের বালু ব্যবসায়ী লাল্টু মিয়ার রহস্যজনক মৃত্যু হয়েছে। বাড়ির পাশ্ববর্তী গ্রামে নির্মানাধীন একটি ভবনে মাটি ফেলার সময় ভোরে তার মৃত্যু হয়। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতে মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার রহস্য উন্মোচনে তদন্ত করা হবে।