সাভারে ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের পাশে বিএনপির সাবেক সংসদ সদস্য
- আপডেট সময় : ০৯:৪৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
- / ১৬৭৮ বার পড়া হয়েছে
১৩ই সেপ্টেম্বর সাভার এ রাজাশন ও দেওগাঁও এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রনি মিয়া ও আরিফুল ইসলাম রাসেল এর পরিবারকে দেখতে যান, নগদ আর্থিক সহায়তা ও তাদের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নেন সাভার এর বিএনপি দলীয় সাবেক সাংসদ ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু l সেখানে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির প্রতিষ্ঠালগ্নে সাবেক সভাপতি আলহাজ মো: ওমর আলী, এবং সাভার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম l
আরো উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, সাভার পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মো: রফিকুল ইসলাম, সাভার থানা সেচ্ছাসেবক দল এর আহবায়ক ইমতিয়াজ আহমেদ শাহীন, সাভার পৌর ছাত্রদল এর সাবেক সভাপতি ওবায়দুর রহমান অভি সহ অন্যান্য নেতৃবৃন্দ।