সাভারে করোনায় আক্রান্ত হয়ে মহাজীবী সরদার নামে এক মুক্তিযোদ্ধা মারা গেছেন।
সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাজমুল হুদা মিঠু জানান, মুক্তিযোদ্ধা মহাজীবী সরদার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে উপজেলায় করোনায় দু’জনের মৃত্যু হলো।
মহাজীবী সরদার সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়নের কুড়গাঁও গ্রামের বাসিন্দা।