সাভারে এসএ পরিবহনের গাড়ীতে হামলার ঘটনায় প্রধান আসামী মুন্নাসহ দু’জনকে গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২
- / ১৬৯৪ বার পড়া হয়েছে
সাভারে এসএ পরিবহনের গাড়ীতে হামলার ঘটনায় প্রধান আসামী মুন্নাসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গেলো রাতে এসএ পরিবহন আশুলিয়া শাখার ব্যবস্থাপক আবুল কাশেম বাদী হয়ে দ্রুত বিচার আইনে আশুলিয়া থানায় মামলা করেন। আশুলিয়া থানা পুলিশ জানায়, পাবনা থেকে ছেড়ে আসা এসএ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানটি নবীনগরে পৌঁছলে মুন্না ও সজীবের নেতৃত্বে একদল ছিনতাইকারী কাভার্ড ভ্যানে হামলা চালায়। এসময় বাধা দিতে গেলে এসএ পরিবহনের হেলপার রাসেলকে ছুরিকাঘাত করে মারাত্মক আহত করে পালিয়ে যায় তারা। স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে সজীবকে আটক করে পুলিশ। পরে তার দেয়া তথ্যে মুন্নাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ছিনতাইকারী দলের অন্যান্য সদস্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।























