বিভিন্ন দাবিতে সাভারে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি করেছে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকদের গণপিটুনিতে আহত হয়েছে কারখানার দুই নিরাপত্তাকর্মী।
দুপুরে সাভার পৌর এলাকার উলাইল এলাকার প্রাইড গ্রুপের এইচআর টেক্সটাইল মিলস কারখানায় এঘটনা ঘটে। শ্রমিকরা জানায়,উলাইল এলাকার এইচআর টেক্সটাইল মিলস কারখানায় কাজ করেন প্রায় ৩৫শ’ শ্রমিক। সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে উৎপাদন বন্ধ রেখে, বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করে। বেতন বৃদ্ধি না করা পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছে শ্রমিকরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। শ্রমিকরা জানায়, ওই কারখানায় কাজ করেন প্রায় ৩৫’শ শ্রমিক।