সাভারে অনুষ্ঠিত সিডাবের বার্ষিক বনভোজন
- আপডেট সময় : ০৭:১৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
- / ১৬৮৫ বার পড়া হয়েছে
সাভারে নানা আয়োজনে অনুষ্ঠিত হলো স্পাইনাল কর্ড ইনজুরিস ডেভেলপমেন্ট এসোসিয়েশন বাংলাদেশ- সিডাবের বার্ষিক বনভোজন উৎসব।
সিডাবের উদ্যোগে সকালে সাভারের রেডিও কলোনী মডেল স্কুল এন্ড কলেজ মাঠে আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ, সম্মাননা ক্রেষ্ট প্রদান, খেলাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন সিআরপি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন। এছাড়াও সিডাবের উপদেষ্টা জেবুন্নাহার, সিডাবের সভাপতি ফরিদ উদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহযোগী সংগঠন ড্রীম ফর এলিজিবিলিটি’র সমন্বয়ক হেদায়েতুল আজিজ মুন্নাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এসময় প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে অবদান রাখায় বিশিষ্ট শিক্ষক ও মডেল নাজমি জান্নাত, কন্ঠশিল্পী ইমরান হোসেন, শারমিন রহমান এবং হুরায়রা শিশিরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক স্পাইনাল কর্ড ইনজুরির শারীরিক প্রতিবন্ধীসহ আরো অনেকে অংশ নেন।


























