সাবেক বিচারপতি মানিক জামিন পেলেও এখনই মুক্তি পাচ্ছেন না
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
- / ১৭৫৭ বার পড়া হয়েছে
ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলায় জামিন দেয়া হয়েছে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে। তবে জামিন পেলেও এখনই মুক্তি পাচ্ছেন না তিনি। তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে।
সকালে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাশ তাকে জামিন দেন। সিলেটের কানাইঘাট থানায় পুলিশের এক মামলায় তাকে জামিন দেয়া হয়। পাসপোর্ট-ভিসা ছাড়া বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টার দায়ে তার বিরুদ্ধে এই মামলা করা হয়। সিলেট আদালতের পরিদর্শক মো. জমশেদ আলী জানান, কড়া নিরাপত্তায় সকালে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে আনা হয়। জামিন পাওয়ায় তাকে সিলেট কারাগার থেকে ঢাকায় পাঠানো হবে।