সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ৮ দিনের রিমান্ডে
- আপডেট সময় : ০১:০২:২২ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
রাজধানীর মোহাম্মদপুর থানার মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৮ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে, গতকাল রাতে আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর পুলিশ জানায়, তার বিরুদ্ধে মামলা থাকায় সেনা হেফাজতে থাকাকালীন আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন তিনি। পরে গতকাল রাতে পুলিশ তাকে হেফাজতে নেয়। চৌধুরী আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ পুলিশের ৩১তম মহাপরিদর্শক ছিলেন। ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের দুইদিন পর তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার। ৫ আগস্ট থেকে সেনা হেফাজতেই ছিলেন তিনি। এদিকে..রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় পুলিশের আরেক সাবেক আইজিপি শহীদুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান এই আদেশ দেন। এর আগে, গতকাল রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়।