সাফ চ্যাম্পিয়নশিপে স্বপ্ন পূরণের ম্যাচে কাল মাঠে নামবে বাংলাদেশ
- আপডেট সময় : ০৯:১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
সাফ চ্যাম্পিয়নশিপে স্বপ্ন পূরণের ম্যাচে কাল মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ নেপাল। মালদ্বীপের মালেতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।
জিতলেই ইতিহাসের সাক্ষী হবে বাংলাদেশ। কোন সমীরকরণ ছাড়াই সাফের ফাইনালে খেলবে জামাল ভূইয়া-তপু বর্মণরা। শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে হারলেও শ্রীলংকার বিপক্ষে জয় আর ভারতের সাথে লড়াকু ফুটবল খেলার আত্মবিশ্বাস নিয়ে নেপালের বিপক্ষে নামবে বাংলাদেশ। ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে আত্মবিশ্বাসী অধিনায়ক জামাল ভূইয়া ও কোচ অস্কার ব্রুজন। জামাল ভূইয়া জানিয়েছেন নিজেদের সেরাটা উজাড় করে দিতে তৈরী ফুটবলাররা। অন্যদিকে, জিত কিংবা ড্র করলেই ফাইনাল নিশ্চিত হবে নেপালের। বাংলাদেশকে সমীহ করলেও বিন্দু পরিমান ছাড় দিতে নারাজ নেপাল। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে মালদ্বীফ, সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় নেপাল। চার পয়েন্ট নিয়ে তালিকার চারে বাংলাদেশ।