সাধ্যের সবটুকু খালেদা জিয়ার জন্য করেছে সরকার : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৮:০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
বেগম খালেদা জিয়াকে বাসায় থেকে চিকিৎসার সুযোগ দিয়ে যথেষ্ট সহানুভূতি দেখিয়েছে সরকার। দুপুরে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে, রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এ মন্তব্য করেন আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, এতিমের টাকা আত্মসাৎ আর ক্ষমতার অপব্যবহারেরই ফল পাচ্ছেন তিনি।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ-এর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। গণভবণ থেকে ভিডিও কনফারেন্সিং-এ যোগ দেন প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনা।
তিনি বলেন, ৭৫ এর পর দেশের আর্থসামাজিক উন্নয়নে কোন ভূমিকা রাখেনি অতীত সরকার। সরকার যে জনগণের সেবক, দেশের মানুষ সেই উপলব্ধি পান, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর।
বিএনপির সময়কার নানা দুর্নীতি আর সেই সময় বিরোধী দলে থাকা আওয়ামী লীগের উপর নানা অত্যাচারের কথা তুলে ধরেন, দলের সভানেত্রী। এরপরেও কিভাবে তারা সহানুভূতি আশা করেন, পাল্টা প্রশ্ন রাখেন তিনি।
এতো কিছুর পরেও যারা বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সহানুভূতি দেখান, তাদের সমালোচনাও করেন, তিনি।
এখনকার মতো আগামিতেও দেশ ও মানুষের উন্নয়নে কাজ করে যেতে যুবলীগ নেতাকর্মীদের নানা দিকনির্দেশনা দেন, আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।