সাদা আর কালোয় দীর্ঘ আলপনা এঁকে স্কটিশ এক নারী জয় করেছেন গিনেস বিশ্ব রেকর্ড
- আপডেট সময় : ১০:১০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯
- / ১৫৭০ বার পড়া হয়েছে
সাদা আর কালোয় দীর্ঘ আলপনা এঁকে স্কটিশ এক নারী জয় করেছেন গিনেস বিশ্ব রেকর্ড। এজন্যে ওই নারীকে সাড়ে চার হাজার ফুট জায়গা জুড়ে আঁকতে হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন খালিদ বিন আনিস।
বিশ্বের বিভিন্ন দেশে চিত্রাঙ্কনকে ভিন্ন মাত্রায় নিতে আয়োজনের শেষ নেই। ক্যানভাসে তো আছেই, কেউ কেউ আবার দেয়াল ও রাস্তাতেও এঁকে থাকেন ভিন্নধর্মী ও দীর্ঘ ফ্রেমের ছবি। কেউ তো আবার মানব শরীরকেই ক্যানভাস বানিয়ে ফেলেন।
সম্প্রতি জোহানা বাসফোর্ড নামের স্কটিশ এক নারী ভিন্নধর্মী ছবি এঁকে জয় করেছেন গিনেস বিশ্ব রেকর্ড। এজন্যে সাড়ে ৪ হাজার স্কয়ার ফুট জায়গা জুড়ে ১২ ঘণ্টা ধরে সাদা আর কালো রঙে তাকে আঁকতে হয়েছে ভিন্নধর্মী আলপনা।
অনেক দিন ধরেই ফুল আর বন্যপ্রাণী নিয়ে জোহানা ভিন্নধর্মী আলপনার কাজ করছিলেন। স্কটিশ সংবাদমাধ্যম প্রেস এন্ড জার্নাল জানায়, বিশ্ব রেকর্ড গড়তে এবেনডিনশায়ারের পুরনো স্কুল ইলিয়ন একাডেমির জিমের ঘরকে বেছে নেন তিনি। পুরো মেঝে জুড়ে তার ভিন্নধর্মী আলপনা নাম লেখায় গিনেস বিশ্ব রেকর্ড।