সাত বছরেও শেষ হয়নি কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার বিচার
- আপডেট সময় : ০২:২৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
- / ১৭৮৫ বার পড়া হয়েছে
সাত বছরেও শেষ হয়নি কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার বিচার । রাষ্ট্রপক্ষ বলছে, জঙ্গিরা অন্য মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হওয়ায় নিরাপত্তার কারণে সশরীরে তাদের আদালতে হাজির করা সম্ভব হচ্ছে না। এ জন্য শুরু করা যাচ্ছে না সাক্ষী নেয়ার প্রক্রিয়া। ২০১৬ সালের ৭ জুলাই ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে ঈদের নামাজের প্রস্তুতি চলাকালীন পুলিশের নিরাপত্তা চৌকিতে অতর্কিত হামলা চালায় জঙ্গিরা। এতে দুই পুলিশ সদস্য, এক গৃহবধূ, দুই জঙ্গিসহ নিহত হয় ৫ জন।
২০১৬ সালের ৭ জুলাই ঈদুল ফিতরের দিন নামাজ শুরুর আগমুহূর্তে গুলি আর বোমায় কেঁপে উঠে শোলাকিয়া ঈদগাঁ মাঠের চারপাশ। ঈদগাহের অদূরে, মুফতি মুহাম্মদ আলী মসজিদের কাছে পুলিশের একটি নিরাপত্তা চৌকিতে অতর্কিত হামলা চালায় জঙ্গিরা । নিহত হন দুই পুলিশ সদস্য। শুরু হয় বন্দুকযুদ্ধ। ঘটনাস্থলে নিহত হয় আবির রহমান নামে এক জঙ্গি। আতংক ছড়িয়ে পড়ে চারদিকে। সেই দু:সহ স্মৃতি আজও তাড়িত করে এলাকাবাসীকে।
ঘটনার সময় নিজের ঘরের ভেতরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন গৃহবধূ ঝর্ণা ভৌমিক। এখনও শোকে কাতর তার স্বজনরা।
জঙ্গি হামলায় নিহত ও আহতদের পরিবারকে পূনর্বাসনসহ নানা পদক্ষেপের কথা জানান জেলা পুলিশ সুপার।
অন্য মামলায় জঙ্গিদের মৃত্যুদণ্ডের আদেশ থাকায় নিরাপত্তাজনিত কারনে তাদের আদালতে হাজির করা যাচ্ছে না। তাই সাক্ষী উপস্থিত থাকলেও থমকে আছে মামলার বিচার কার্যক্রম
শোলাকিয়ায় হামলার ঘটনায় ওই বছরের ১৪ জুলাই কিশোরগঞ্জ মডেল থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা করে পুলিশ। পরে, ২০১৮ সালের ২৬ জুলাই আদালতে অভিযোগপত্র দেয় কিশোরগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর আরিফুর রহমান।