সাতমাস পর আজ থেকে খুলছে দেশের সিনেমাহল

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০
- / ১৬২৭ বার পড়া হয়েছে
সাতমাস পর আজ থেকে খুলছে দেশের সিনেমাহল গুলো। তথ্য মন্ত্রণালয়ের অনুমতিতে সারাদেশের সিনেমা হলগুলোতে চলচ্চিত্র প্রদর্শন করা হবে। বুধবার এমন একটি প্রজ্ঞাপন জারি করেছে তথ্য মন্ত্রণালয়।
চলচ্চিত্রকর্মীদের দাবির মুখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোভিড-১৯-এর বর্তমান পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি পালন ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে সিনেমা হলের আসন সংখ্যার কমপক্ষে অর্ধেক খালি রাখতে হবে।
শারদীয় দুর্গা উৎসবের আগে হল খোলার অনুমতি পেলেও নানা কারণে এখনি খুলছে না বেশির ভাগ সিনেমা হল। তবে স্টার সিনেপ্লেক্সসহ বেশ কয়েকটি প্রেক্ষাগৃহ খুলবে ২৩শে অক্টোবর। সিনেমা হল খুললে করোনার ধাক্কায় মৃতপ্রায় চলচ্চিত্র শিল্প আবার প্রাণ পাবে এমন আশা করছেন নির্মাতারা।