সাতক্ষীরা ও চাঁদপুরে জনপ্রিয় হয়ে উঠেছে মাল্টা চাষ
- আপডেট সময় : ০৮:১৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
- / ১৬১০ বার পড়া হয়েছে
সাতক্ষীরা ও চাঁদপুরের মাটি ও আবহাওয়া মাল্টা চাষের উপযোগী হওয়ায় বাণিজ্যিক ভিত্তিতে জনপ্রিয় হয়ে উঠেছে মাল্টা চাষ। দাম ভাল পাওয়ায় মাল্টা চাষের দিকে ঝুঁকছেন চাষীরা। আগামীতে এ অঞ্চলে মাল্টা চাষে বিপ্লব ঘটানোর স্বপ্ন দেখছেন চাষীরা। মাল্টা চাষের ব্যাপক সম্ভাবনার কথা জানালো কৃষি বিভাগ।
মাল্টার চাহিদা বেড়ে যাওয়ায় বর্তমানে চাষীরা ৮০-৯০ টাকা কেজি দরে ঢাকাসহ বিভিন্ন শহরের পাইকারদের কাছে মাল্টা বিক্রি করতে পারছে। এবছর সাতক্ষীরা জেলায় বাণিজ্যিক ভিত্তিতে ১১০ হেক্টর জমিতে বারি-১ জাতের মাল্টার আবাদ হয়েছে। আগামীতে জেলায় মাল্টা বাগানের পরিধি আরো বাড়বে।
অনান্য ফসলের তুলনায় মাল্টা চাষে খরচ কম ও লাভ বেশি বলে জানান মাল্টা চাষী।
চাষীদের আগ্রহ দেখে সব ধরনের পরামর্শ দিচ্ছেন মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা।
দেশে বাণির্জ্যকভাবে মাল্টা চাষ করা গেলে একদিকে যেমন কমবে আমদানি, তেমনি স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করা সম্ভাব হবে বলে মনে করেন সংশিষ্টরা।
চাঁদপুরে ইউটিউব দেখে মাল্টাচাষে আগ্রহের কথা তুলে ধরেন চাষী সিরাজ সর্দার।
ফরিদগঞ্জ উপজেলার কৃষি অফিস বলছেন মাল্টা চাষের শুরু থেকে নিয়মিত দেখাশোনা করা হয়।
সরকারের কৃষি বিভাগের সার্বিক সহযোগিতা পেলে আগামী বছর এই মাল্টা বাগান থেকে শত শত মণ মাল্টা বিক্রির সম্ভাবনা দেখছেন প্রতিবন্ধি কৃষক সিরাজ সর্দার।