সাতক্ষীরার দেবহাটায় সাবেক শ্বশুরকে কুপিয়ে হত্যার মূল আসামী সালাউদ্দিন সানাকে গ্রেফতার করেছে সিআইডি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে জানান তিনি।
দুপুরে মালিবাগে সিআইডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর। বলেন, যৌতুকের টাকা না দিয়ে মেয়ের সাথে ডিভোর্স করানোয় প্রতিশোধ নিতেই শ্বশুর আজগর আলীকে হত্যার পরিকল্পনা করে জামাই সানা। ২২ জুন রাতে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে জখম করে আজগর আলীকে। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ঘটনার সাথে সালাউদ্দিন সানার সংশ্লিষ্টতা পায় সিআইডি। অভিযানে ঢাকা থেকে গ্রেফতার করে হয় তাকে।