জমির সীমানায় শৌচাগার নির্মাণকে কেন্দ্র করে ভাতিজার দায়ের কোপে চাচা সাইফুল ইসলাম নিহত হয়েছেন। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার গণেশপুরে এ ঘটনা ঘটে।
গতকাল বিকেলে শৌচাগার বানাতে গেলে ভাই সামাদ গাজী শাবল দিয়ে সাইফুলের মাথায় আঘাত করতে যান। এসময় তার চিৎকারে বোন তানিয়া ঘটনাস্থলে ছুটে যান। কোন কিছু বুঝে ওঠার আগেই সামাদের ছেলে হাবিবুল্লাহ ধারালো রাম দা দিয়ে সাইফুলকে কুপিয়ে জখম করে। প্রতিবেশিরা তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় রাতে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয় সাইফুলের। পরে স্থানীয়রা ঘাতক হাবিবুল্লাহকে আটক করে পুলিশে দেয়।