সাতক্ষীরায় বেড়েছে ডায়রিয়ার প্রকোপ
- আপডেট সময় : ০৩:৩৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
- / ১৬১৩ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। শিশু হাসপাতালেই প্রতিদিন দেড় শতাধিক শিশুকে ডায়রিয়ার চিকিৎসার জন্য ভর্তি করতে হচ্ছে। দিন যত যাচ্ছে, জেলার হাসপাতালগুলোতে ততই বাড়ছে রোগীর চাপ। আবহাওয়া পরিবর্তনের এ সময়ে এপ্রিলের শেষ নাগাদ সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা।
সারাদেশে হঠাৎ করেই বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। আবহাওয়া পরিবর্তন, অসহ্য গরম এবং পানিবাহিত কারণে ডায়রিয়া বেড়েছে। প্রতিদিন সাতক্ষীরা শিশু হাসপাতালে প্রায় দেড় শতাধিক ডায়রিয়া আক্রান্ত শিশু রোগী চিকিৎসা নিতে ভর্তি হচ্ছে। হাসপাতালে বাড়ছে রোগীর চাপ।
শিশুদের অবশ্যই বিশুদ্ধ পরিস্কার পানি পান করাতে হবে এবং বয়স্কদের ক্ষেত্রেও একই ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
প্রতিবছরই এই মৌসুমে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে যায়। ফলে এই সময়টায় সবাইকে সতর্ক থাকতে বললেন সিভিল সার্জন।
এবার ডায়রিয়ার তীব্রতা অতীতের চেয়ে বেশি। আগামী দেড় সপ্তাহে সাতক্ষীরায় ডায়রিয়া পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।















