সাজেকের দুর্গম ১৬টি পাড়ায় হেলিকপ্টারে করে মেডিকেল টিম ও চিকিৎসা সামগ্রী প্রেরণ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
- / ১৫০৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে এবং বিজিবির সহায়তায় সাজেকের দুর্গম ১৬টি পাড়ায় হেলিকপ্টারে করে মেডিকেল টিম ও চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে।
গত দু’বছর ধরে এসব এলাকায় হামে আক্রান্ত হয়ে বেশকিছু শিশুর মৃত্যুর ঘটনায় অলোড়ন ওঠে দেশজুড়ে। সেসময় সেনাবাহিনীর সহায়তায় আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। ওই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য দুর্গম অন্তত ১৬টি পাড়ায় কাজ করার জন্য হামের ভ্যাকসিন ও স্যালাইনসহ পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী দিয়ে ৯ সদস্যের মেডিকেল টিমকে হেলিকপ্টারে করে পৌঁছে দেয়া হয়।