বিএনপিকে নেতৃত্বশূণ্য করতে সাজানো মামলায় তারেকের সাজা : ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
- / ১৭৪৩ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে নেতৃত্ব শূণ্য করতেই সাজানো মামলায় তারেক-জুবাইদার বিরুদ্ধে রায় দিয়েছে সরকার।
বিএনপির আন্দোলনকে দমাতে তড়িঘড়ি করে এ রায় দেয়া হয়েছে। নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে ফখরুল অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট সরকার জনগণকে ভয় দেখিয়ে ক্ষমতায় টিকে আছে। নির্যাতন, নিপীড়ন ও রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আর ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলে হুঁশিয়ারী দেন দলের মহাসচিব। এদিকে, তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমানের সাজার প্রতিবাদে আগামীকাল প্রতিবাদ সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এছাড়া সারাদেশেও বাদ জুম্মা জেলা এবং মহানগরে কর্মসূচি রয়েছে। দুদকের মামলায় তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী জুবাইদা রহমানকে তিন বছর সাজা দিয়েছে আদালত।