সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন জমার তারিখ আবারও পিছিয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২১:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
- / ১৭৪১ বার পড়া হয়েছে
এদিকে…সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে ১১১ বারের মতো প্রতিবেদন জমার সময় বাড়ানো হলো।
তদন্ত সংস্থা রেব প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক আজ প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ অক্টোবর নতুন দিন ধার্য করেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনিকে হত্যা করা হয়। সবশেষ চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার দেওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবিকে। তারা রহস্য উদঘাটনে ব্যর্থ হলে হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার রেবের কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকে একের পর এক তারিখ বাড়ানো হলেও তদন্ত শেষ করতে পারেনি সংস্থাটিsag