সাগর থেকে মিঠা পানিতে উঠে আসা ইলিশ নিয়ে গবেষণা
- আপডেট সময় : ০২:৩৫:২৫ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
সাগর থেকে ডিম ছাড়ার জন্য মিঠা পানিতে উঠে আসা ইলিশের ওপর গবেষণা করেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনিস্টিটিউ, নদী কেন্দ্র চাঁদপুর।
২২ দিনের নিষেধাজ্ঞার আগে ও পরে ৭ দিন করে ১৪দিন গবেষণায় কাজ করেছেন একদল গবেষক। গবেষণায় উঠে এসেছে এই পর্যন্ত ৫২ শতাংশ ইলিশ শতভাগ ডিম ছেড়েছে। এদিকে পদ্মা-মেঘনায় জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে খুবই কম।
যা ধরা পড়ছে তার বেশির ভাগ ইলিশের পেটেই ডিম। মিলছে বড় বড় পাঙ্গাশ। এবার ইলিশের দাম ধীরে-ধীরে নাগালের বাহিরে যাবে বলে জানান ব্যবসায়ীরা।
ইলিশের প্রজনন সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞার সুফল পাচ্ছে না জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। চাঁদপুর বড় স্টেশনের মাছঘাটে শুক্রবার ক্রেতাদের ভিড় থাকলেও আশানুরূপ ইলিশের দেখা মেলেনি।
ইলিশের দাম নিয়ে আগের মতোই অসন্তোষ ক্রেতারা। ফ্রিজিং করা ও হাতিয়া সন্দ্বীপের ইলিশে ক্রেতাদের সামাল দেয়ার চেষ্টা ব্যবসায়ীদের।
নদীতে ইলিশ সংকট হলেও ঘাটে এ পর্যন্ত ৫ হাজার মণ ইলিশ উঠেছে।
দেশের ৭ হাজার বর্গ কিলোমিটারে ৫২ শতাংশ ইলিশ শতভাগ ডিম ছেড়েছে বলে দাবী গবেষকদের। জাটকা সংরক্ষণ হলে ৬ লাখ মেট্টিক টন ইলিশের লক্ষ্যমাত্রা পূরণ হবে।
তবে সব জেলার মতো চাঁদপুরের মেঘনাতে এবার বড় বড় পাঙ্গাশ ধরা পড়ায় বেজায় খুশি জেলেরা।