সাগরকে বাঁচিয়ে রাখতে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন : আখতার হোসেন
- আপডেট সময় : ০৮:০৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
- / ১৭৬৮ বার পড়া হয়েছে
শিল্পীদের শিল্পকর্মে উৎসাহিত করা এবং উদ্ভাবনী দৃষ্টিভঙ্গী নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সমন্বয়ক আখতার হোসেন। সকালে, রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে ‘সমুদ্রে শিল্পের খোজঁ’ প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি একথা বলেন। সমুদ্রে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে জানিয়ে মূখ্য সমন্বয়ক বলেন, সাগরকে বাঁচিয়ে রাখতে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।
সমুদ্রকে ভালোবাসে না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন।সমুদ্রের রয়েছে বিশালতা। যা কাছে না গেলে বোঝা যায় না।
জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রর্দশনী গ্যালারীতে, ‘সমুদ্রে শিল্পের খোজঁ’ শীর্ষক শিল্পকর্ম প্রর্দশনী শুরু হয়েছে। স্থান পেয়েছে সমুদ্র নিয়ে তৈরি নানা চিত্রকর্ম।
সমুদ্রের বিশালতা নিয়ে ফ্লুইড আর্টের নান্দনিক উপস্থাপনায়, শিল্পী ফরিদা ইয়াসমীন পারভীনের ‘গডনেস অব ওয়াটার’ চিত্রকর্মটি প্রদর্শনীতে নজর কেড়েছে সবার।
প্রদর্শনীতে ভিন্নমাত্রা দিয়েছে ১০টি মলাস্কাকে কেন্দ্র করে মনসিজ আর্ট একাডেমির ১০ খুদে শিল্পীর চিত্রকর্ম। যেখানে রয়েছে ক্যাপ পেন্টিং, সমুদ্র বিষয়ক পেন্টিং, সুপারি প্লেট পেন্টিংসহ নানা চিত্রকর্ম।
প্রদর্শনীর উদ্বোধনের শুরুতেই চিত্রকর্মীগুলো ঘুরে দেখেন অতিথিরা। পরে আলোচনায় অংশ নিয়ে অতিথিরা বলেন, সমুদ্রকে বাঁচিয়ে রাখতে হলে, অবশ্যই তার পরিচর্যা প্রয়োজন।
প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পীদের মতে, দৃষ্টিনন্দন শিল্পকর্মের মধ্যদিয়ে সমুদ্রের বিশালতার পাশাপাশি সমুদ্রকে ঘিরে অপার সম্ভাবনা ও সম্পদের বিষয় তুলে ধরা হয়েছে।
নতুন প্রজন্মকে সমুদ্রের সম্ভাবনা ও রক্ষায় সচেতন করার বার্তা দিতেই আয়োজিত প্রদর্শনী চলবে ২ আগষ্ট পর্যন্ত।