সাকিব আল হাসানের বিকল্প পাওয়া অসম্ভব : হাবিবুল বাশার সুমন
- আপডেট সময় : ০৮:৩২:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
- / ২০১০ বার পড়া হয়েছে
সাকিব আল হাসানের বিকল্প পাওয়া অসম্ভব, ব্যাটসম্যান হিসেবেই এনামুল হক বিজয়কে দলে নেয়া হয়েছে জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। ব্যাটং অর্ডারে প্রয়োজন হলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলানো হবে বিজকে। আসরে ক্রিকেটাররা প্রত্যাশিত পারফর্ম করতে না পারাতেও হতাশ হাবিবুল বাশার। এদিকে একদিনের বিশ্রাম শেষে বৃহস্পতিবার অনুশীলন ফিরবে বাংলাদেশ দল। শনিবার শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগাররা।
বর্ণিল এক ক্যারিয়ারে বিশ্বকাপ যাত্রার ইতি। ইনজুরির কারণে ছিটকে গেলেন সাকিব আল হাসান। খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার বিপক্ষে। ভক্ত তো বটেই বাংলাদেশের ক্রিকেটের জন্যও যা আক্ষেপ। শেষ ম্যাচে নায়ক, কারো কারো কাছে আবার ভিলেন।
সাকিবের পরিবর্তে দলে এনামুল হক বিজয়। যিনি এরই মধ্যে পুনেতে দলের সাথে যোগ দিয়েছেন। এক ম্যাচের জন্য হলেও ২০১৫ সালের পর খেলতে খেলতে যাচ্ছেন বিশ্বআসরে।
১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচ। যে ম্যাচ টাইগারদের জন্য হয়ে উঠতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারণের। পুরো আসরে আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় হতাশ হাবিবুল বাশার।
ব্যক্তিগত কাজে ফের বাংলাদেশে লিটন কুমার দাস। যদিও বৃহস্পতিবার ফিরে দলের সাথে যোগ দেবার কথা। পুনেতে বিশ্রাম কাটিয়ে বৃহস্পতিবার অনুশীলন করার কথা রয়েছে বাংলাদেশ দলের। অস্ট্রেলিয়া ম্যাচের আগে দুদিন নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোপ পাচ্ছেন ক্রিকেটাররা।