সাইবেরিয়ায় এক শিক্ষার্থীর বন্দুক হামলায় অন্তত ৮ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১২:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
রাশিয়ার পশ্চিমাঞ্চলে- সাইবেরিয়ায় একটি বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীর বন্দুক হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে।
সোমবার কর্তৃপক্ষের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে মস্কো টাইমস। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পার্ম স্টেট বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় তলার জানালা দিয়ে লাফিয়ে পড়ছে শিক্ষার্থীরা। এই শহরটি মস্কোর প্রায় ১৩০০ কিলোমিটার পূর্বে অবস্থিত। রুশ স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এ ঘটনায় ১০ জনের বেশি মানুষ আহত হয়েছে। হামলাকারীকে আটক করা হয়েছে। হামলার তদন্ত শুরু হচ্ছে।


























