সাংবিধানিকভাবে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে : কাদের
- আপডেট সময় : ০৭:৫৭:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
- / ১৬৬১ বার পড়া হয়েছে
বিএনপির আন্দোলনের চ্যালেঞ্জ রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, সাংবিধানিকভাবে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধানের মধ্যে থেকেই সমাধান খুঁজতে হবে। বিএনপিকে নির্বাচনে আনতে গোপনে কোন আলোচনা চলছে না বলেও জানান ওবায়দুল কাদের।
সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
তিনি বলেন, পঞ্চগড়ের ঘটনাসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডে উসকানি আছে কি না , তা খতিয়ে দেখা হচ্ছে।
আগামী নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সংবিধান প্রশ্নে কোনো ছাড় দেবে না সরকার।
আন্দোলনের নামে বিএনপির বিশৃঙ্খলতা রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।























