সাংবাদিকদের ওপর হামলা : চট্টগ্রাম-১৬ আসনের আ’লীগ প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি
- আপডেট সময় : ০৫:৪৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
- / ১৭৯৪ বার পড়া হয়েছে
সাংবাদিকদের ওপর হামলা করায় চট্টগ্রাম-১৬ আসনের আওয়ামী লীগ প্রার্থী মোস্তাফিজুর রহমানের মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে চট্টগ্রামের সাংবাদিকরা।
সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন। এতে অংশ নিয়ে সাংবাদিক নেতারা বলেন, এবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার সাংবাদিকদের ওপর আক্রমণ করেছেন বাঁশখালীর সরকার দলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। শুধু তাই নয়–মহান মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ, মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা, অস্ত্র নিয়ে মিছিল এমনকি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকেও প্রকাশ্যে হুমকি দিয়ে দফায় দফায় সমালোচিত হন তিনি। সাংবাদিকরা বলেন, এতসব অপকর্ম করেও বার বার পার পেয়ে যাওয়ায় এবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের ভেতরে সাংবাদিকদের ওপর হামলা করার সাহস দেখিয়েছেন তিনি। আচরণবিধি লঙ্ঘন করায় তার মনোনয়ন বাতিল করতে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান সাংবাদিকরা। না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।