সাঁতারে কিংবদন্তির রেকর্ড ভাঙলেন মার্শ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১১:০২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪
- / ৩৭২৪ বার পড়া হয়েছে
৪০০ মিটার ব্যক্তিগত মেডলিতে নতুন অলিম্পিক রেকর্ড গড়েছেন ফ্রান্সের লিও মার্শ। আগের বছরই অবশ্য এই ইভেন্টে বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি। মাইকেল ফেলপস তাকে নিজের উত্তরসূরি হিসেবেই ভাবেন। সেই তিনিই ভেঙে দিলেন ফেলপসের ১৬ বছরের পুরোনো রেকর্ড। ফেলপস তা চোখের সামনেই দেখেছেন। ২০০৮ সালে অনুষ্ঠিত বেইজিং অলিম্পিকে ফেলপসের টাইমিং ছিল ৪ মিনিট ৩.৮৪ সেকেন্ড। সেটি ভেঙে প্যারিস অলিম্পিকে ৪ মিনিট ২.৯৫ সেকেন্ডে রেস শেষ করেন মার্শ। আরও দশমিক ৪৬ কমে শেষ করলে নিজের বিশ্বরেকর্ড নিজেই ভাঙতেন ২২ বছর বয়সী এই সাঁতারু। রেসে মার্শ অবশ্য ছিলেন ধরাছোঁয়ার বাইরে। তার ৫.৬৭ সেকেন্ড পরে এসে সাঁতার শেষ করে রুপা জেতেন জাপানের তোমোইয়ুকি মাতসুশিতা। ব্রোঞ্জ পান যুক্তরাষ্ট্রের কার্সন ফস্টার।