সহিংস বিক্ষোভের মুখে পদত্যাগ করেছে কাজাখস্তান সরকার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৯:২১ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
কাজাখস্তানে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে সহিংস বিক্ষোভের মুখে দেশটির সরকার পদত্যাগ করেছে। প্রধানমন্ত্রী আসকার মমিনের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন দেশটির প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ।
মধ্য এশিয়ার তেলসমৃদ্ধ দেশটিতে সহিংস বিক্ষোভের ঘটনায় প্রায় ১০০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র কাজাখস্তানের সবচেয়ে বড় শহর আলমাতির প্রাণকেন্দ্রে গতকাল বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। কয়েক ঘণ্টা ধরে আশপাশের এলাকাগুলোতেও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।