সহিংসতা করে নির্বাচন বানচাল করা যাবে না : ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
- / ১৬২৪ বার পড়া হয়েছে
দেশ ও জাতির নিরাপত্তার জন্য বিএনপি-জামায়াত বড় হুমকি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির জন্য গণতন্ত্র ও নির্বাচন হুমকির মুখে। সহিংসতা করে ৭ জানুয়ারির নির্বাচন বানচাল করা যাবে না বলে হুঁশিয়ার করেন তিনি।
দুপুরে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। নির্বাচন বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদেরও নির্বাচন আচরণ বিধি মেনে চলতে হবে। এছাড়া জাতীয় পার্টিকে প্রতিদ্বন্দ্বী করে নির্বাচনে আসতে হবে জানান বলেন, জাতীয় পার্টিকে অপ্রতিদ্বন্দ্বী হিসেবে আসন দেয়ার কোন সুযোগ নেই।