সহিংসতার পথে হাঁটছে বিএনপি : তথ্যমন্ত্রী
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
গণসমাবেশের নামে সন্ত্রাসী সমাবেশের আয়োজন করেছে বিএনপি অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিএনপির কর্মসূচির ওপর সরকার সতর্ক দৃষ্টি রাখছে বলেও জানান তিনি।
সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণের শীর্ষ নেতা ও দলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী আরো বলেন, সারাদেশে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে আগামী মাসে চট্টগ্রামের থানায় থানায় বিক্ষোভ শেষে শহরে জেলা সমাবেশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি সহিংসতার পথে হাঁটছে অভিযোগ করে সরকারের এই মুখপাত্র বলেন, এমনটা হলে দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে। বিএনপির চট্টগ্রামের গণ সমাবেশের চেয়ে জব্বারের বলী খেলায় বেশি লোকের সমাগম ঘটে বলে মন্তব্য করেন মন্ত্রী।