আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হওয়ায় ক্রিশ্চিয়ানো রোনালদোকে সম্মানিত করেছে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা- ফিফা।
সুইজারল্যান্ডের জুরিখে ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে পর্তুগীজ তারকার হাতে তুলে দেওয়া হয় ‘ফিফা স্পেশাল বেস্ট অ্যাওয়ার্ড’। গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফুটবলে গোল করার নতুন নজির স্থাপন করেন রোনালদো। ইরানের আলী দাইয়ের করা ১০৯ গোলের রেকর্ড টপকে দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতার মসনদে বসেন তিনি। বর্তমানে এই ফুটবল তারকার আন্তর্জাতিক গোলসংখ্যা ১১৫টি।