সর্বস্তরের জনগণের সঙ্গে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা বিনিময়
- আপডেট সময় : ১২:২৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩
- / ১৮৬০ বার পড়া হয়েছে
মুসলিম বিশ্বের সবচেয়ে বড় আনন্দ উৎসবের দিন পবিত্র ঈদ-উল-ফিতর আজ। রমজান মাসজুড়ে সিয়াম সাধনার পর উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে সারাদেশে উদযাপন করা হচ্ছে ঈদ-উল-ফিতর।
ঈদ কেন্দ্র করে চারদিকে ছড়িয়ে পড়েছে আনন্দ, উচ্ছ্বাস। ঈদের নামাজ শেষে চলে শুভেচ্ছা বিনিময়। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছেড়েছেন অর্ধকোটি মানুষ। আর বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনে যথাযথভাবে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করা হচ্ছে। ঈদ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গভবনে রাষ্ট্রপতি ও গণভবনে প্রধানমন্ত্রী আলাদাভাবে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা।
বঙ্গভবন প্রেস উইং জানায়, সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বঙ্গভবনে রাষ্ট্রপতি সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতি হিসেবে এটিই আবদুল হামিদের শেষ ঈদ উদযাপন। আগামী ২৪ এপ্রিল নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
ঈদুল ফিতর উপলক্ষে আলাদাভাবে গণভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।