সরকার সমাবেশ পণ্ড করতে ন’গ্ন চেষ্টা করছে : ফখরুল
- আপডেট সময় : ০৮:০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
- / ১৭৪০ বার পড়া হয়েছে
সরকার সমাবেশ পণ্ড করতে নগ্ন চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। স্থানীয় প্রশাসন নির্বাচন কমিশনের কথা শুনছে না। তাই এ কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সম্প্রতি বিএনপির আন্দোলনে নিহতদের স্মরণে লেখা ‘মৃত্যুকূপে ধাবমান বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন ও তাদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আনুষ্ঠান হয়।
এতে অংশ নিয়ে নিহতদের স্মৃতি স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন, স্বজনরা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, জনগণ ভুলে গুন্ডা বাহিনী দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায় সরকার।
নির্বাচন কমিশনের সাথে স্থানীয় প্রশাসনের দূরত্বের কথা তুলে ধরে তিনি বলেন, এই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
দেশের এই সংকটকালে সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।