সরকার যতদিন চায়, ততদিন মাঠে থাকবে সেনাবাহিনী: সেনা সদরদপ্তর
- আপডেট সময় : ০৪:০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
- / ১৬৪৯ বার পড়া হয়েছে
দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার যতোদিন চায়, ততদিন সেনাবাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছে সেনা সদর দপ্তর। সকালে সেনা সদরে এক সংবাদ সম্মেলনে মিলিটারী অপারেশন ডাইরেক্টর কর্ণেল ইন্তেখাব হায়দার খান বলেন, ৫ আগস্টের গণঅভূত্থানের পর থেকে সেনাবাহিনী থাঠে থাকায় আগের চেয়ে আইন-শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে শতভাগ উন্নতি হতে আরো কিছুদিন সময় লাগবে বলে জানান তিনি। দেশে বিচার বহির্ভুত হত্যা বন্ধসহ শীর্ষ সন্ত্রাসীরা যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে বিষয়ে নজর রাখছে সেনা সদস্যরা।
৫ অগাস্ট ছাত্র-জনতার গণঅভূত্থানে পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে সেনাবাহিনী। অন্তবর্তি সরকার গঠনের পর থেকে অবৈধ অস্ত্র উদ্ধার, শীর্ষ সন্ত্রাস দমন, চোরাচালন বন্ধ, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নতিসহ বিভিন্ন ইস্যুতে নির্বাহী ক্ষমতা নিয়ে সারাদেশে কাজ করছে যৌথ বাহিনী।
পরিবর্তিত পরিস্থিতে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরতে সেনা সদরে সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে মিলিটারী অপারেশনস ডাইরেক্টর কর্ণেল ইন্তেখাব হায়দার খান জনগণের জান-মাল ও দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় সেনাবাহিনীর অভিযান ও ভূমিকা নিয়ে কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকার যতদিন চাইবে, ততদিন মাঠে থাকবে সেনাবাহিনী।
যৌথবাহিনী মাঠে থাকায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে জানিয়ে তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের চুরি হওয়া অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে। যা যুদ্ধ ক্ষেত্রে ব্যবহার হয়।
কর্ণেল ইন্তেখাব বলেন, বিচার বহিভূত হত্যা বন্ধসহ অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে শীর্ষ সন্ত্রাসীদের দিকে নজর রাখছে সেনাবাহিনী।