সরকার বাজার ভিত্তিক বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবস্থা চালুর কথা ভাবছে : অর্থমন্ত্রী

- আপডেট সময় : ০৮:০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
সরকার বাজার ভিত্তিক বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবস্থা চালুর কথা ভাবছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, বর্হিবিশ্বের মতো ডলারের বিনিময় মূল্য হবে বাজারভিত্তিক। এখানে সরকারের নিয়ন্ত্রণ থাকবে না। দুপুরে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা জানান আ হ ম মুস্তফা কামাল ।
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সভায় মোট ৪ হাজার ৪৬ কোটি ১৭ লক্ষ ১৬ হাজার ৯২৫ টাকার প্রকল্প অনুমোদনের জন্য ১৫টি প্রস্তাব উপস্থাপন করা হয়।
বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন অর্থমন্ত্রী। বলেন, ব্যাংক ঋণের সুদ হারের সঙ্গে মূল্যস্ফীতির কোনো সম্পর্ক নেই ।
অর্থমন্ত্রী জানান, দেশে রপ্তানি বাড়ছে আর কমছে আমদানি। পাশাপাশি রেমিট্যান্সের প্রবাহ বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঘুরে দাঁড়াচ্ছে ।
টিসিবিতে পণ্য বিক্রির জন্য ১৫ হাজার টন মশুর ডাল এবং ২ কোটি ২৫ লাখ লিটার ভোজ্যতেল কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয় ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ।