সরকার পতনের একদফা দাবিতে ঢাকায় আজ বিএনপি ও সমমনা দলগুলোর গণমিছিল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫২:০৯ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সরকারের পদত্যাগের ‘এক দফা’ দাবিতে গণমিছিল কর্মসূচি দিয়ে আবার যুগপৎ আন্দোলনে ফিরল বিএনপি। বিকেলে ঢাকায় একযোগে গণমিছিল করবে বিএনপিসহ সরকার বিরোধী সমমনা বিভিন্ন দল ও জোট।
রাজধানীর কমলাপুর ও রামপুরা বাজার এলাকা থেকে বেলা আড়াইটায় দুটি গণমিছিল বের হয়ে নয়াপল্টনে এসে সমাবেশ করবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এই গণমিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে। বিএনপির কর্মসূচি কেন্দ্র করে বরাবরের মতো আওয়ামী লীগও রাজধানীতে পাল্টা কর্মসূচি পালন করবে।