সরকার দেশের মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করছে : মোস্তফা মোহসীন মন্টু
- আপডেট সময় : ০৯:১৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
- / ১৫৬১ বার পড়া হয়েছে
বর্তমান সরকার দেশের মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করছে। তাই অধিকার রক্ষায় এবং মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে বলে মন্তব্য করেন গণফোরামে সভাপতি মোস্তফা মোহসীন মন্টু।
আর এলডিপির মহাসচিব রেদোয়ান আহমদ বলেন,কথায় কথায় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে এই সরকার সাধারণ মানুষের সঙ্গে দমনমূলক আচরণ করছে। রাজধানীতে আলাদা অবস্থান কর্মসূচিতে দলদুটির নেতারা এসব মন্তব্য করেন।
দ্রব্য মুল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং সরকারের পদত্যাগ দাবিতে, রাজধানীর পূর্ব পান্থপথে অবস্থান কর্মসূচি পালন করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি
এতে দলের মহাসচিব রেদোয়ান আহমদ বলেন, সরকার মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতা কেড়ে নিয়েছে। জনগণের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে মানুষের ওপর জুলুম-নির্যাতন চাপিয়ে দিয়েছে।
এদিকে, একই দাবিতে বিকেলে মতিঝিলে গনফোরামে কেন্দ্রীয় কার্যালয়ের সমনে,অবস্থান কর্মসূচি পালন করে দলটি। এই সময় প্রথম আলোর সাংবাদিক গ্রেফতারের সমালোচনা করে দলটির সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেন, সরকার মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে।
সরকারের পতন না হওয়া পযন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় দলটির নেতারা।