সরকার দুর্নীতির সব রেকর্ড ভেঙ্গে উন্নয়নের জোয়ারে ভাসছে : ফখরুল
- আপডেট সময় : ০৫:৪৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
- / ১৬৫০ বার পড়া হয়েছে
সরকার পৃথিবীর সমস্ত দুর্নীতির রেকর্ড ভেঙ্গে দেশের সব খাতকে ধ্বংস করছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির চেয়ারপার্সনের রোগমুক্তির কামনায় দেশজুড়ে দোয়ার আয়োজন করে জেলা বিএনপি।
দুপুরে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ীতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না দলটি। ২০১৮ সালের নির্বাচনের রাতে বাক্সে ভোটের ব্যালট ফেলে জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ জানান তিনি।
বিএনপি মহাসচিব দলের চেয়ারপার্সনের উন্নত চিকিৎসা ব্যবস্থার দাবী জানান। বলেন, প্রচলিত বিচার ব্যবস্থায় বেগম খালেদা জিয়া সম্পূর্ণ জামিন পাওয়ার যোগ্য। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজনে অংশ নেয় দল ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দলের চেয়ারপারর্সনকে জোর করে আটকে রাখা হয়েছে বলে আলোচনায় অভিযোগ নেতাকর্মীদের।
একই দাবিতে ঝিনাইদহে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে দলটির জেলা শাখা এ দোয়ার আয়োজন করে।
মানিকগঞ্জে দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করা হয়। জেলার ৭ টি থানা, ০২ টি পৌরসভায় এক যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণায় দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। সকালের এই আয়োজনে খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতায় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।