সরকার গণতন্ত্রকে গুম করে, নির্বাচনকে নির্বাসনে পাঠিয়েছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। আর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ ইব্রাহিম জানান, গণতন্ত্র পুনরুদ্ধারে আগামীতে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিকল্প নেই।
জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় পেশাজীবীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে, বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ।
এতে অংশ নিয়ে পেশাজীবীরা বলেন, সরকার দেশে গণতন্ত্র হত্যা করেছে। বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। এখন সময় এসেছে রুখে দাঁড়ানোর।
দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই বলে জানান বক্তারা।
দেশের এই ক্রান্তিলগ্নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সংগঠনের নেতারা।
আপস…..