সরকারের সব অপকর্মের বিচার করা হবে জনতার আদালতে : ফখরুল
- আপডেট সময় : ০৭:৫৯:১৮ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
- / ১৭৩২ বার পড়া হয়েছে
সরকারের সব অপকর্মের বিচার জনতার আদালতে করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ তিনি এ কথা বলেন। মামলা-হামলাসহ নতুন কোন কৌশলই বিএনপি’র আন্দোলন দমাতে পারবে না বলেও জানান মির্জা ফখরুল।
নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সিলেটে গণসমাবেশ করেছে বিএনপি। পরিবহন ধর্মঘট উপেক্ষা করে এতে যোগ দেয় বিভাগের বিএনপির নেতাকর্মীরা।
বেলা এগারোটার কিছু পরেই শুরু হয় নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে গণসমাবেশ। তবে, তার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। আশপাশের সড়কেও অবস্থান নেন নেতাকর্মীরা।
সমাবেশে বিএনপি কেন্দ্রীয় নেতারা বলেন, দেশকে ধ্বংস করে এখন খেলতে চায় আওয়ামী লীগ। বিএনপিও খেলতে প্রস্তুত। তবে, ক্ষমতা ছেড়ে আসলেই খেলা হবে।
সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার যুদ্ধ শুরু হয়েছে বলে জানান, বিএনপি মহাসচিব। সরকারের সব অপকর্মের বিচার জনতার আদালতে করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।
আওয়ামী লীগ গত ১৪ বছর ধরে দেশটিকে আবারো তলাবিহীন ঝুড়িতে পরিনত করেছে বলে মন্তব্য করেন, মির্জা ফখরুল।