সরকারের ব্যর্থতায় ঢাকা এখন বিস্ফোরণের নগরী: ফখরুল
- আপডেট সময় : ০৮:২৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
- / ১৬০৪ বার পড়া হয়েছে
সরকারের ব্যর্থতায় ঢাকা এখন বিস্ফোরক মহানগরে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে এক শোভাযাত্রায় এ কথা বলেন তিনি। প্রতারণা করে জনগণকে তাদের প্রাপ্ত অধিকার থেকে বঞ্চিত করছে সরকার বলেও অভিযোগ জানান মির্জা ফখরুল। এদিকে ডিআরইউতে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন শুধু মিথ্যাচার ও ইতিহাস বিকৃত করে ক্ষমতায় টিকে আছে বর্তমান সরকার।
আন্তর্জাতিক নারী দিবসে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল ।
নারীর অধিকার নিয়ে সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকারের আমলেই নির্যাতনের মাত্রা সবচে বেশি।
বিশ্বের মধ্যে ঢাকার বাতাস এখন সবচে বেশি দূষিত অবস্থায় আছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, অপরিকল্পিত নগরায়ন ঢাকাকে মৃত্যুকূপে পরিণত করেছে।
এদিকে ঢাকা রিপোর্টস ইউনিটিতে মৎস্যজীবী দলের ৪৪ তম প্রতিষ্ঠার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, লুটপাটের অর্থনীতি সৃষ্টি করে আওয়ামী লীগ সরকার সব ফায়দা নিজেদের করে নিচ্ছে।
নিজেদের পকেট ভারী করতেই প্রতিনিয়ত দ্রব্য মূল্যের দর বাড়িয়েই চলছে বর্তমান সরকার, দাবি করেন খন্দকার মোশাররফ ।