সরকারের পক্ষে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি সম্ভব নয় : জি এম কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
- / ১৬২৯ বার পড়া হয়েছে
নির্বাচনে আওয়ামী লীগ সরকারের পক্ষে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
তিন দিনের সফরে লালমনিরহাটে তিনি বলেন, সরকারী সব প্রতিষ্ঠানকে কুক্ষিগত করে রেখেছে সরকার। ফলে নির্বাচন সংশ্লিষ্ট সকলেই সরকারের দলীয় কর্মী হিসেবে কাজ করছে। গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকারকেই উদ্যোগী হতে হবে বলেও মন্তব্য করেন জিএম কাদের। পরে লালমনিরহাটের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন ও বিভিন্ন অবকাঠোমোর উদ্বোধন করে দলীয় একাধিক কর্মসূচিতে অংশ নেন।