সরকারের কাছে বাংলাদেশ সেলফোন রিপেয়ার টেকনিশিয়ান অ্যাসোসিয়েশনের ৫ দফা দাবী পেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
মোবাইল মেরামত টেকনিশিয়ান পেশাকে স্বীকৃতি দেয়াসহ সরকারের কাছে ৫ দফা দাবী পেশ করেছে বাংলাদেশ সেলফোন রিপেয়ার টেকনিশিয়ান অ্যাসোসিয়েশন।
দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এই দাবী জানান সংগঠনটির মহাসচিব হাজবুল আলম। এসময় তিনি দাবী করেন বর্তমানে প্রায় ৫ লাখ যুবক এই পেশায় নিয়োজিত আছে। তাই একটি সাংগঠনিক কাঠামো গঠনে সরকারি অনুমোদন দিয়ে এই পেশার স্বীকৃতি দেয়া আজ সময়ের দাবী বলে মনে করেন তারা। বক্তারা দাবী করেন, সরকার চাইলে এ সংগঠনটি হবে অরাজনৈতিক, অলাভজনক ও সেবামূলক। যা সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীকে অপরাধ দমনে থাকবে অঙ্গীকারাবদ্ধ থাকবে এবং সাংগঠনিক আইন দ্বারা সব টেকনিশিয়ান পরিচালিত হবে এবং সাংগঠনিক আইন দ্বারা সকল টেকনিশিয়ান পরিচালিত হবে।