সরকারের একতরফা নির্বাচন জীবন দিয়ে হলেও প্রতিহত করার হুঁশিয়ারি গণতন্ত্র মঞ্চের নেতাদের
- আপডেট সময় : ১০:৫১:৫৬ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৬২ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সরকারের একতরফা নির্বাচন জীবন দিয়ে হলেও প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেন, একতরফা ভোটের বিরুদ্ধে জনগণকে রুখে দাড়াঁতে হবে। যেসব দল নির্বাচনে যাবে, তারা নতুন রাজাকার হিসেবে চিহ্নিত হবে। বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে গণমিছিল-পূর্ব সমাবেশে তারা এসব কথা বলেন।
অবৈধ সরকারের পদত্যাগ,অন্তর্বর্তী রকারের অধিনে নির্বাচন, খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তি ও সংবিধান সংস্কার করে গণতান্ত্রিক রাস্ট্র প্রতিষ্ঠার এক দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে গণমিছিল পূর্ব সমাবেশের আয়োজন করে গণতন্ত্র মঞ্চ।
সমাবেশে বক্তারা বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য বিদেশীদের কাছে মিথ্যা তথ্য প্রচার করছে। তারা বলেন, বিরোধী দলের কাছে সরকার হেরে গেছে তাই ড. ইউনুসকে প্রতিপক্ষ বানিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছে।
সভাপতির বক্তব্যে জেএসডির সভাপতি আ স ম রব বলেন,বিদেশীদের সাথে সম্পর্ক শেষ করে ফেলেছে সরকার। তিনি বলেন, সরকারের বিদায় ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না।
সমাবেশ শেষে গণমিছিল বরে করে গণতন্ত্র মঞ্চ। মিছিলটি পুরানা পল্টন হয়ে দৈনিক বাংলা মোড়ে গিয়ে শেষ হয়।