সরকারের ইলেকট্রনিক-ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা নেই : টিআইবি
- আপডেট সময় : ০৮:০৩:০০ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
সরকারের ইলেকট্রনিক-ক্রয় প্রক্রিয়ার স্বচ্ছতা নেই। ৭৫ শতাংশ ইলেকট্রনিক-ক্রয় হচ্ছে একক দরপত্রে। এমনটাই জানিয়েছে টিআইবি। রাজধানীতে সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকারি ই-ক্রয় রাজনৈতিক কারণে প্রতিযোগিতামূলক হচ্ছে না। যার ভবিষ্যত উদ্বেগজনক।
বাংলাদেশে ই-সরকারি ক্রয় : প্রতিযোগিতামূলক চর্চার প্রবণতা ২০১২-২০২৩ পর্যন্ত বিশ্লেষণ নিয়ে রাজধানীর ধানমন্ডিতে নিজস্ব কার্যলায়ে সংবাদ সম্মেলন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি। ই-কেনাকাটায় ৭০ শতাংশ কাজই পাচ্ছেন স্থানীয় নির্দিষ্ট ঠিকাদার, কেনাকাটায় সরকারি যোগসাজস, রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতিসহ নানা অনিয়মের চিত্র তুলে ধরা হয় গবেষণা প্রতিবেদনে।
ই-ক্রয় প্রক্রিয়ার ৭৫ শতাংশ কাজ একক দরপত্রে হচ্ছে বলে জানান টিআইবির নির্বাহী পরিচালক। রাজনৈতিক প্রভাব, ক্রয় প্রতিষ্ঠানসহ তিন প্রক্রিয়ার ইজিপির ইতিবাচক দিক নষ্ট হচ্ছে বলে দাবি করেন তিনি। সরকারি ক্রয় প্রক্রিয়ার স্বচ্ছতা আনতে দ্রুত পদক্ষেপ নেয়ার আহবান জানান ড. ইফতেখারুজ্জামান।